কোটি টাকা ঋণের বোঝা নিয়ে নতুন মেয়রের যাত্রা


প্রকাশিত: ১১:০৪ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন-ভাতা বাবদ তিন কোটি ৪৪ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে পরিষদের কার্যক্রম শুরু করেছে নগরপিতা আবুল কালাম আজাদ মিন্টু।

দায়িত্ব গ্রহণের পরদিন মঙ্গলবার দুপুরে পাবনার ঈশ্বরদী পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ মিন্টু সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌরসভার সচিব জহুরুল হক জানান, ঈশ্বরদী পৌরসভায় মোট জনবল ৮৬ জন। বর্তমানে তাদের শুধু বেতন বাবদ মাসে ১৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়। বিদ্যুৎ বিল ও অনুষঙ্গিক খরচ মিলিয়ে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৫ লাখ টাকা। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে ১৩ কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলছে। এই প্রকল্পের কাজ অব্যাহত রাখার জন্য বকেয়া পরিশোধ করা জরুরি।

পৌরসভার ফান্ডে রয়েছে- মাত্র ১০ লাখ ৬৪ হাজার ৬৬৫ টাকা। বকেয়ার মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভাগে এক কোটি ৭১ লাখ টাকা। এছাড়া বিএমবিএফ, হাট-বাজার লিজ সংক্রান্ত অনাদায়ী, কর্মচারীদের গ্র্যাচুয়িটি ফান্ড, স্থায়ী-অস্থায়ী কর্মচারীদের বেতন-ভাতা, অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রাপ্য অর্থ, ঠিকাদারি ভ্যাট-আয়কর ইত্যাদি।

মেয়র মিন্টু বলেন, সকলের সহযোগিতায় আমরা সংকট কাটিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই। ঈশ্বরদীকে মাদকমুক্ত করতে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।