ঢাকায় ফিরলেন বিমান বাহিনী প্রধান


প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রের আলাবামায় মেক্সওয়েল বিমান বাহিনী ঘাঁটিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলন শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। এই সফরের মাধ্যমে বিশ্বের আরও ১৫টি দেশের বিমান বাহিনী প্রধানের নামের সঙ্গে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে গত ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার।

এসএ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।