প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বার কাউন্সিলের উন্নয়ন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ বলেছেন, বাংলাদেশ বার কাউন্সিলের উন্নয়নমূলক কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান কমিটির নেতৃত্বে থাকা এক প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই কথা বলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট শম রেজাউল করিম জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন। বার কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ৯ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান।
শম রেজাউল বলেন, আমরা স্রেফ সে জন্য সাক্ষাৎ করার জন্য বঙ্গভবনে গিয়েছিলাম। তবে তখন বার কাউন্সিলের কিছু উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ তুলে ধরলে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে উন্নয়নমূলক কাজগুলো করার ব্যবস্থা করবেন বলে আমাদেরকে আশ্বাস দেন।
এসময় বার কাউন্সিলের বর্তমান কমিটির চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, বার কাউন্সিলের সচিব জেলা জজ একেএম জহিরুল হক, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, জেডআই খান পান্না, কাজী নজিব উল্লাহ হিরু, পারভেজ খান ও রেজাউল করিম মন্টু উপস্থিত ছিলেন।
তবে অপর সিনিয়ার আইনজীবী ও বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার এম আমির-উল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাননি বলে জানান শম রেজাউল।
কাউন্সিলের উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কাউন্সিলের জন্য নিজস্ব ভূমি বরাদ্দ অর্থাৎ নিজস্ব সম্পত্তির ব্যবস্থা করা, স্থায়ী ভবন তৈরি করা, বেনাবোল্ট ফান্ড বাড়ানো, বার কাউন্সিলকে বিধিবদ্ধ সংস্থা হিসেবে সরকারের তালিকাভুক্ত করা, যদিও এই সংস্থা একটি বিধিবদ্ধ সংস্থা। এসব সমস্যার সমাধান করা হবে বলে জানান রাষ্ট্রপতি।
শম রেজাউল করিম আরও জানান, বাংলাদেশ বার কাউন্সিলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মাননীয় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ প্রধানমন্ত্রীকে অবগত করে সব ধরনের উন্নয়নের কাজ করবেন। সঙ্গে দেশের সকল আইনজীবীদের কল্যাণে রাষ্ট্রপতির পক্ষ থেকে সম্ভাব্য সব কিছু করবেন বলে আশ্বস্ত করেন।
এফএইচ/বিএ