শেরপুরে বাঘের থাবায় পৌর মেয়র আহত


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

শেরপুরে চিতা বাঘের থাবায় শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. আবু সাঈদ (২৯) আহত হয়েছেন। উপজেলার তাতিহাটি ইউনিয়নের ষাইট কাকড়া গ্রামে বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও  প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের ষাইট কাকড়া গ্রামে ক্ষেতের পাশে বাঘের মতো কিছু দেখতে পায়। পরে স্থানীয়রা ধাওয়া করলে সেটি একটি সেচকার্যের স্যালোমেশিন ঘরের গর্তে ঢুকে পড়ে। এ খবর শোনে এলাকার উৎসুক লোকজন সেখানে ভীড় করে। পরে পৌরসভার মেয়র আবু সাইদ ও এলাকার শত শত লোক ওই ঘরের কাছে গেলে বাঘটি অতর্কিতভাবে মেয়র আবু সাইদকে আক্রমণ করে। এতে তার মাথার ডান পাশের কান ও কপালের মাংস ছিড়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর জেলা হাসপাতলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়া হয়। এ সময় উত্তেজিত লোকজন লাঠিসোঠা দিয়ে বাঘটিকে মেরে ফেলে। এছাড়া উৎসুক জনতা বাঘটি নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা নির্বার্হী কার্যালয়ের সামনে ঝুলিয়ে রাখে। এছাড়া স্থানীয় লোকজন মৃত বাঘের লোম ছিঁড়ে নিতে থাকে।
 
শ্রীবরদী থানার ওসি এস আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে তিনি জানান, জনতার নিকট থেকে মৃত বাঘটিকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে রাখা হয়েছে।

এ ব্যাপারে শেরপুরের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল করিম চৌধুরী জাগো নিউজকে জানান, বাঘটি লেজসহ লম্বায় ৮ ফুট। এটি ‘লেপার্ড প্যানথেরা’ প্রজাতির চিতাবাঘ। আমাদের শেরপুরের বনাঞ্চলে এ ধরনের বাঘের অস্তিত্ব নেই। এটি ভারতের বন থেকে আসতে পারে।

নিয়মানুযায়ী মৃত বাঘটির ময়নাতদন্ত করা হবে বলেও জানান তিনি।

হাকিম বাবুল/আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।