পঞ্চগড়ে আদালত চত্বর থেকে পালিয়ে গেছে আসামি


প্রকাশিত: ১১:০৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

পঞ্চগড়ের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে ডাকাতি মামলার আসামি মো. উজ্জল (৩২) পালিয়ে গেছে।

বুধবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবিএম তারিকুল ইসলাম এর আদালত চত্বর থেকে পুলিশকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান। পলাতক আসামি উজ্জল সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।
Panchagarh-Court
পুলিশ ও আদালত সূত্র জানায়, ডাকাতির একটি মামলায় গত ১৩ জানুয়ারি উজ্জলসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। অজ্ঞাত কারণে ওই মামলায় আসামিদের জামিনের আবেদনে কোনো আইনজীবী স্বাক্ষর করেননি। তবে বুধবার নির্ধারিত তারিখ অনুযায়ী তাদের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবিএম তারিকুল ইসলাম আবারও তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু পুলিশ আদালতের কাঠগড়া থেকে বের করে তাদের জেলহাজতে নেওয়ার পথে আদালতের বারান্দা থেকেই উজ্জল পালিয়ে যায়। তবে পুলিশের দাবি চারজন আসামির হাতেই হাতকড়া পরানো ছিল।

পঞ্চগড় আদালতের কোর্ট ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম বলেন, প্রত্যেক আসামির হাতে হাতকড়া পরানো ছিল। সম্ভবত কৌশলে হাতকড়া খুলে আদালতের বারান্দা থেকে উজ্জল পালিয়ে যায়।

সফিকুল আলম/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।