জেনেভা ক্যাম্পে তরুণীর দগ্ধ মরদেহ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে রানী (২০) নামের এক তরুণীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টায় জেনেভা ক্যাম্পের বি ব্লকের একটি দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এঘটনায় তার স্বামী সাহেব আলীকে আটক করেছে পুলিশ।
রানীর বড় ভাই জনি জানান, বিয়ের পর থেকেই সাহেব আলী ও ননদের সঙ্গে নানা কারণে রানীর ঝামেলা হতো। বুধবার বিকেলে কেরাসিন ঢেলে মেরে ফেলা হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, জেনেভা ক্যাম্প থেকে ফোন পেয়ে আমরা দগ্ধ মরদেহটি উদ্ধার করি। রানীর স্বামীকে আটক করা হয়েছে। তার পরিবারের অভিযোগ তদন্ত করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য রানীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে।
এআর/এএইচ/আরআইপি