ইসিকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির


প্রকাশিত: ০২:২০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

জনগণের আস্থা রক্ষা এবং নিজেদের সুনাম বজায় রেখে নিরপেক্ষভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে (ইসি) কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের নেতৃত্বে নির্বাচন কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে বলেছেন- কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা ও আচরণবিধি সংশোধন করেছে।

প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন বলেও জানান প্রেস সচিব।

রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি তৃণমূল পর্যায়ে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ইসিকে আহ্বান জানিয়েছন।

আগামী মার্চ থেকে জুন মাসের মধ্যে ছয়টি ধাপে চার হাজার ২০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করছে বলেও রাষ্ট্রপতিকে জানায় ইসি।

এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব রকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও রাষ্ট্রপতিকে জানায় ইসি। এ সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও ইসি সচিব মো. সিরাজুল ইসলামও ছিলেন।

কমিশন তাদের মেয়াদের চার বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২০১২ সালের ফেব্রুয়ারিতে কাজী রকিব উদ্দিন আহমদের নেতৃত্বাধীন ৫ সদস্য ইসির নিয়োগ পায়। ৯ ফেব্রুয়ারি তারা শপথ নিলেও ইসিতে যোগ দেন ১২ ফেব্রুয়ারি।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।