ডিএমপি কমিশনারের নেতৃত্বে ক্রাইম কনফারেন্স চলছে


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের নেতৃত্বে মাসিক অপরাধ পর্যালোচনার সম্মেলন-ক্রাইম কনফারেন্স শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিএমপি হেড কোয়ার্টার্সে শুরু হওয়া কনফারেন্সটি দুপুরেও চলছে।
 
এতে অংশ নিয়েছে ডিএমপি পুলিশের বিভিন্ন বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও সহকারী কমিশনার (এসি) ও ৪৯ থানার ওসিরা।
 
ডিএমপি সূত্র জানায়, রাজধানীতে গত জানুয়ারি মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়নই কনফারেন্সটির মূল আলোচ্য বিষয়। এছাড়াও গত এক মাসের অপরাধ বিবেচনায় সেরা থানা ও সেরা ডিসির ঘোষণাও আসবে কনফারেন্স থেকে।
 
সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে পুলিশ সোর্স দিতে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে কনফারেন্সে আলোচনা করা হবে।
 
এআর/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।