সাংবাদিক সালামের মৃত্যুবার্ষিকী শুক্রবার


প্রকাশিত: ০৮:৫২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক আব্দুস সালামের ৩৯তম মৃত্যুবার্ষিকী শুক্রবার। এ উপলক্ষে মরহুমের ধানমন্ডির ৩২ নম্বর রোডের ১৮-এ বাড়িতে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুমের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষিদের মিলাদ মাহফিলে যোগ দেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ১৯৭৭ সালে ১২ ফেব্রুয়ারি তিনি ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ক্ষুরধার লেখনী ও সাহসী সম্পাদকীয় লেখার জন্য আব্দুস সালামের খ্যাতি উপমহাদেশে বিস্তার লাভ করে। পাকিস্তান আমলে সাহসী সম্পাদকীয় লেখার কারণে তাকে কারাবরণ করতে হয়। আব্দুস সালাম একুশে পদকসহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন।
আব্দুস সালাম স্মৃতি পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা বলা হয়।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।