দেড় হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে ডেসটিনি


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৪

ডেসটিনি মালটিপারপাস কো-অপারেটিভ সোসাইটি সাধারণ মানুষের দেড় হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার সংসদ অধিবেশনে এক প্রশ্নে জবাবে তিনি এ কথা জানান।

সরকার দলীয় সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফ জানান, অর্থ আত্মসাতের এসব ঘটনার তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে দায়িত্বে অবহেলার জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে।

এলজিআরডি মন্ত্রী বলেন, ডেসটিনি মালটিপারপাস কো-অপারেটিভ সোসাইটি সাধারণ মানুষের এক হাজার ৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৯৫২ টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও ডেসটিনিসহ আরও ১৩ প্রতিষ্ঠান এক হাজার ৪৭১ কোটি ৬ লাখ ৭৯ হাজার ২৫৫ টাকা। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- পপুলার মাল্টি পারপাস ৭ কোটি ৭৬ লাখ, অগ্রণী বহুমূখী সমবায় সমিতি ৫ কোটি ৭৩ লাখ, ম্যাক্সিম মাল্টি পারপাস ১ কোটি ১ লাখ আত্মসাৎ করেছে।

এছাড়া গোসাইল ডাঙ্গা ফুটন্ত কলি বহুমূখী সমবায় সমিতি, জাগ্রত মাল্টি পারপাস, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমিতি, দোভাসীবাজার ব্যবসায়ী সমিতি, চামুদরিয়া মাল্টিপারপাস, রূপালী বহুমূখী সমবায় সমিতি, শাহরাস্তি যুব উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি, ফরিদগঞ্জ প্রদীপ বহুমূখী সমবায় সমিতি, ফারইস্ট ইসলামী কো-অপারেটিভ সোসাইটি ও আল ইনসাফ মাল্টিপারপাস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।