পাকিস্তানের প্রস্তাবে আইসিসির না
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই এক বাড়তি পাওয়া। চারদিকে এক অজানা উত্তেজনা। তবে এই মুহূর্তে ক্রিকেটাকাশে অনিশ্চয়তার কালোমেঘ। ইতিমধ্যেই খবর বেরিয়ে গেছে যে, শহীদ আফ্রিদিদের নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে নাও খেলতে পারে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড কিছুদিন আগে আইসিসির কাছে চিঠি দিয়ে বলেছে ভারতের বদলে শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতের মতো নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ হলে তাদের খেলতে কোনও সমস্যা নেই। কিন্তু আইসিসি সূত্রের খবর, নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট হওয়ার কোন সম্ভাবনা নেই।
এমনিতেই পাক-ভারত রাজনৈতিক অবস্থা ভালো নয়। তার উপর আবার ভারতে নিরাপত্তা শঙ্কা ভর করেছে পাকিস্তানের উপর। এখন পাক সরকারের অনুমতির উপরই কেবল নির্ভর করছে দেশটির টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া। এরই মধ্যে সরকারের কাছেও অনুমতিও চেয়েছে পাক ক্রিকেট বোর্ড।
এর আগে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছিলেন, ‘শুধু পাকিস্তানের জন্য নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপের কয়েকটা ম্যাচ আয়োজন করতে কোনও ভাবেই রাজি নয় আইসিসি। সে ক্ষেত্রে সরকারের অনুমতি না পেলে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে হয়ত সরেই যেতে হবে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিরাপত্তার কারণেই সরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া।
এদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড দল ঘোষণা করেছে। সেক্ষেত্রে কিছুটা আশার আলো যে নেই, তা কিন্তু বলা যায় না। শেষ পর্যন্ত যদি পাকিস্তান বিশ্বকাপে নাই খেলে, তবে পাক-ভারত সম্পর্কে যে দূরত্ব আরও বাড়বে সেটি বলাই যায়।
এমআর/পিআর