বাংলাদেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন
বাংলাদেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন এবং দেশের প্রতিটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সংসদে উপস্থিত থেকে সংসদীয় কার্যক্রমের সব বিষয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে প্রতিবেদন প্রকাশ করে থাকেন বলে ঢাকা সফররত ইউরোপীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্যদের জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।
ইউরোপীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা বৃহস্পতিবার স্পিকারের সাথে দেখা করতে গেলে তাদের সামনে এভাবে বাংলাদেশের গণমাধ্যমের চিত্র তুলে ধরেন স্পিকার।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন- মিজ. জিন ল্যামবার্ট। এছাড়া ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিচার্ড হাউইট, ইভান স্টিফানেক এবং সাজ্জাদ করিম ছিলেন প্রতিনিধি দলে। বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মেয়াওদনও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সংসদীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় দুপক্ষে।
স্পিকার তাদের বলেন, বাংলাদেশের সংবিধান ও সংসদীয় কার্যপ্রণালী বিধি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণপূর্বক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাংলাদেশে সংসদীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্রিটিশ হাউজ অব কমন্সের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে প্রতি বুধবার সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিয়ে থাকেন। তাছাড়াও প্রতিদিন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
শিরীন শারমিন বলেন, সংসদীয় কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহি করার লক্ষ্যে মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং মন্ত্রীর পরিবর্তে একজন সংসদ সদস্যকে কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছে। সংসদীয় কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংসদ অধিবেশন সরাসরি সম্প্রচার করা করা হয়। ফলে দেশের সাধারণ জনগন সংসদ কার্যক্রম সম্পর্কে সরাসরি অবহিত হতে পারে।
বর্তমান সংসদ আগের যেকোন সময়ের চেয়ে অনেক বেশি গতিশীল ও সক্রিয় দাবি করে স্পিকার তাদের আরো বলেন, বর্তমান সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সদস্য রয়েছেন। তারা সংসদীয় বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন।
প্রতিনিধি দল বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, টেকসই উন্নয়ন লক্ষ্য, ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, আসন্ন কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। তারা ইইউ ও বাংলাদেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
এইচএস/এনএফ/এমএস