উচ্চ আদালতে ইংরেজি কার্যতালিকা বন্ধে আবেদন


প্রকাশিত: ০১:৪১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

জনস্বার্থে উচ্চ আদালতে ইংরেজি কার্যতালিকা (কজলিস্ট) বন্ধ করার জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার দুপুরে আইনজীবী অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতি বরাবর এই আবেদন করেন।

প্রধান বিচারপতি বরাবর ইংরেজিতে কজলিস্ট ছাপা বন্ধের আবেদনে তিনি বলেন, উচ্চ আদালতে (সুপ্রিম কোর্ট) বাংলা ভাষা প্রচলনের জন্য কিছু বিচারক সিন্ধান্তও নিয়েছেন। অধিকন্তু এটা ফেব্রুয়ারি মাস। ভাষা আন্দোলনের এ মাসে ইংরেজিতে কজলিস্ট ছাপানো ২১ ফেব্রুয়ারির চেতনার পরিপন্থী কিনা সে বিষয়ে প্রধান বিচারপতিকে বিবেচনা করারও অনুরোধ জানিয়েছেন তিনি।

বাংলা ভাষা বর্তমানে যেখানে পৃথিবীর সবদেশে সমাদৃত হচ্ছে। সেখানে বাংলাদেশের উচ্চ আদালতে বাংলা ভাষার প্রচলনে উৎসাহিত না করা হলে দুঃখবোধ বেড়ে যায় বলেও জানান এই আইনজীবী।

একই সঙ্গে আইনজীবী আবেদ রাজা তার আবেদনের মাধ্যমে হাইকোর্ট বিভাগের কজলিস্ট বাংলায় ছাপানোর বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। সেই সঙ্গে সম্পূর্ণ অভ্যস্ত না হওয়া পর্যন্ত দৈনিক কজলিস্ট ছাপানো যাতে বন্ধ না হয় এ বিষয়টিও প্রধান বিচারপতিকে বিবেচনা করার অনুরোধ জানান তিনি।

ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এই পদ্ধতি চালু করা হয়।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে আমাদের শহীদদের আত্মত্যাগে বাংলা ভাষার মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অথচ সেই ভাষার মাসে গত কায়েকদিন ধরে হাইকোর্ট বিভাগের দৈনিক (কজলিস্ট) কার্যতালিকা ইংরেজিতে ছাপানো হচ্ছে। যদিও এর আগে হাইকোর্ট বিভাগ সকল কজলিস্ট বাংলায় ছাপাতো।

এফএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।