ভারতীয় ক্রিকেট বোর্ডের ১৬শ` কোটি রুপি ক্ষতির শঙ্কা
লোধা কমিশনের সুপারিশ মেনে নিলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্প্রচার সত্ত্ব-বিজ্ঞাপন বাবদ আয় প্রায় ১৬০০ কোটি রুপি কমে যাবে বলে ধারণা করছেন দেশটির ক্রিকেট কর্মকর্তারা। ভারতের সর্বোচ্চ আদালত বোর্ডকে বিচারপতি লোধার যাবতীয় সুপারিশ মেনে নেওয়ার পরামর্শ দিলেও কর্তারা তা নিয়ে আলোচনার জন্য ১৯ ফেব্রুয়ারি মুম্বাইয়ে বিশেষ সাধারণ সভা ডেকেছে। অনুমোদিত সংস্থাগুলিকে তার বিজ্ঞপ্তিও পাঠিয়ে দেওয়া হয়েছে।
লোধা কমিশনের সুপারিশ, ক্রিকেট সম্প্রচারের মধ্যে বিজ্ঞাপন দেখানো যাবে না। বোর্ডের খতিয়ান বলছে, সম্প্রচার স্বত্ব ও বিজ্ঞাপন থেকে তাদের আয় প্রায় দু’হাজার কোটি রুপি। সংবাদসংস্থা বলছে, কমিশনের সুপারিশ অনুযায়ী শুধু ড্রিঙ্কস, লাঞ্চ ও চায়ের বিরতিতে বিজ্ঞাপন দেখানো হলে, বোর্ডের এই আয়ের পরিমান হয়তো দাঁড়াবে মাত্র চারশো কোটি। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে ভারতের জুনিয়র ক্রিকেটই।
এ রকমই কয়েকটি সমস্যার কথা হয়তো আদালতের কাছে তুলে ধরা হবে আগামী মাসের শুরুতে। ৩ মার্চের মধ্যে বোর্ডকে তাদের বক্তব্য পেশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কোন কোন সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে অসুবিধা দেখা দেবে, তা আলোচনার জন্যই বিশেষ সভা ডাকা হল।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সূত্রের খবর, আইসিসি-র অন্যান্য সদস্য বোর্ডের আর্থিক পরিকাঠামো কেমন, তা নিয়েও ওই সভায় আলোচনা হবে। এ ছাড়া আইসিসি চেয়ারম্যানের পদে বসার পর শশাঙ্ক মনোহর ক্রিকেট বিশ্বে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া-ত্রয়ীর আধিপত্য খর্ব করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েও আলোচনা হওয়ার কথা এই সভায়। কারণ, এর ফলেও আইসিসি থেকে আসা বোর্ডের আয়ও উল্লেখযোগ্য ভাবে কমে যেতে পারে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
আইএইচএস/পিআর