নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাপা


প্রকাশিত: ০২:২২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাত সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় পার্টি। এতে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।  

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির কথা জানানো হয়েছে।

জেলা এবং উপজেলা পর্যায়ে অনুরূপ পরিচালনা কমিটি গঠন করার জন্য এবিএম রুহুল আমিন হাওলাদার সকল জেলা ও উপজেলা কমিটিকে আহ্বান জানিয়েছেন। জেলা এবং উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচনে সংক্রান্ত যেকোন সমস্যা ও জটিলতা কেন্দ্রীয় পরিচালনা কমিটিকে অবহিত করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন।

কেন্দ্রীয় পরিচালনা কমিটি
এ কমিটিতে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াস সদস্য এস.এম. ফয়সল চিশতীকে। এছাড়া সদস্য সচিব করা হয়েছে সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়াকে। সদস্য করা হয়েছে- গোলাম মোহাম্মদ রাজু, নুরুল ইসলাম নুরু, বেলাল হাসান ও সুলতান মাহমুদকে।

এএম/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।