আমির সোহেলের প্রথম গল্পগ্রন্থ বান্ধবী, বন্ধু তোমার


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

চমৎকার প্রচ্ছদে ঢাবির ছাত্র, কবি ও লেখক আমির সোহেলের প্রথম গল্পের বই প্রকাশ হয়েছে বইমেলায়। বইয়ের নাম `বান্ধবী, বন্ধু তোমার`। গল্পগ্রন্থ নিয়ে গল্পকার আমির সোহেল বলেন, শব্দশিল্পের মাধ্যমে ছোট ছোট অনুভূতির কথন নিয়ে সৃজন হয় এক একটি গল্প। পড়া শেষ হয়। ভালোলাগা আর মুগ্ধতা তৈরি হয়। ভাবনা শেষ হয়না। কল্পনার গতি চলতে থাকে। বাস্তবতার ঐশ্বর্যে পরিপূর্ণ হয় প্রতিটি গল্পের সদর-অন্দর। `বান্ধবী, বন্ধু তোমার` গল্পগ্রন্থের গল্পগুলোর অধিকাংশই বিভিন্ন জাতীয় দৈনিকে ও ম্যাগাজিনে প্রকাশিত। প্রত্যেকটি গল্প পড়ার পর পাঠকের ভাবনা জুড়ে থাকবে গল্পে মগ্নতার রেশ। শেষ হয়েও হবে না শেষ। এরপর পাঠক তার মতো করেই ভাবুক মনে সমাপনী টানবে। গল্পকারের এটাই বিশ্বাস!

বইটির প্রচ্ছদ করেছেন আল জাবিরী। স্বাপ্নিক প্রকাশন থেকে প্রকাশ হয়েছে। পাওয়া যাবে বইমেলার জাতীয় গন্থকেন্দ্রের স্টলে। স্টল নং: ২১, ২২ ও ২৩। মূল্য: ১৬০ টাকা।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।