সাকিব-মুশফিকের করাচিকে হারিয়ে শীর্ষে কোয়েটা


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম ম্যাচ জিতেই হইচই ফেলে দিয়েছিল কারাচি কিংস; কিন্তু তাদের দৌড় যেন ওই পর্যন্তই শেষ। এরপর টানা দুই ম্যাচ হেরে গিয়েছিল সাকিব আল হাসান-মুশফিকুর রহিমের দলটি। চতুর্থ ম্যাচে এসে প্রথমবারেরমত করাচি প্রথম একাদশে নিয়ে খেলালো মুশফিককে। মুশফিক-সাকিবের পারফরম্যান্স তেমন নজরকাড়া না হলেও, ওই ম্যাচে জিততে পেরেছিল করাচি কিংস; কিন্তু আবারও পরাজয়ের বৃত্তে বন্দী থাকতে হচ্ছে শোয়েব মালিকের নেতৃত্বাধীন দলটিকে।

নিজেদের পঞ্চম ম্যাচে এসেও একসঙ্গে খেললেন সাকিব এবং মুশফিক; কিন্তু পারলেন না দলকে জেতাতে। বরং, তাদেরকে ৫ উইকেটে হারিয়ে পিএসএলের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেলো কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ৬ ম্যাচ শেষে দলটির পয়েন্ট ১০। ৫ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তামিম ইকবাল-শহিদ আফ্রিদির দল পেশোয়ার জালমি। ৪ পয়েন্ট নিয়ে করাচি কিংস রয়েছে তৃতীয় স্থানে।

করাচি কিংসের ছুড়ে দেয়া ১২৬ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে ১৮.৫ ওভারেই (৭ বল হাতে রেখে) পার হয়ে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ওপেনার আহমেদ শেহজাদের ৪১, কেভিন পিটারসেনের ২৬ এবং অধিনায়ক সরফরাজ আহমেদের ২৯ রানের ওপর ভর করেই মূলত জয়ের বন্দরে পৌঁছে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সাকিব আল হাসান ৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে নেন ১ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শোয়েব মালিকের ৪৫, জেমস ভিন্সের ২৩ রানের ওপর ভর করে মাত্র ১২৬ রান সংগ্রহ করেছিল করাচি কিংস। সাকিব করেছিলেন ১০ এবং মুশফিক করেছিলেন ৬ রান।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।