গণতন্ত্র শক্তিশালী না হলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠে


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে গণতন্ত্র ও সুশাসন শক্তিশালী না হলে জঙ্গিবাদ ও সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠে। তাই টেকসই গণতন্ত্র ও শক্তিশালী রাজনীতি এবং সুশাসন নিশ্চিত করতে নাগরিক সমাজকে আরো সোচ্চার হতে হবে।

শনিবার সন্ধ্যায় সুজন সিলেট জেলা শাখা আয়োজিত বাংলাদেশে রাজনৈতিক সংকটের টেকসই সমাধান ও জাতীয় সনদ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অপার সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে জাতি হিসেবে আমরা দুইটি গুরুতর সমস্যায় হুমকির সম্মুখিন। প্রথমটি হলো, বাংলাদেশ একটি অগণতান্ত্রিক কর্তৃতবাদী রাষ্ট্রে পরিণত হতে পারে।

দ্বিতীয়টি হলো, জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে। উগ্র ধর্মতান্ত্রিক জঙ্গিরাষ্ট্র প্রতিষ্ঠার অনেক লক্ষণ স্পষ্টভাবে ফুটে ওঠেছে। দূরদর্শিতা ও সাহসিকতার সঙ্গে সঠিকপথে অগ্রসর না হলে আমরা কতৃত্ববাদী ও জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হতে পারি। এগুলো নির্মূলে সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সিলেট সিটি কর্পোরেশন সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজন সিলেট জেলার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউস শামস এলেন।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।