নেপালের ভূমিকম্প নিয়ে চিত্রপ্রদর্শনী


প্রকাশিত: ১১:১৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

গেলবছর নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তুপের ছবি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী একটি চিত্রপ্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ এ প্রদর্শনীর আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ প্রদর্শনী চলছে।      

রোববার সকাল ১০টায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন।

২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের ছবির বর্ণনা দেন প্রত্নতত্ত্ব বিভাগের অতিথি শিক্ষক স্টিফেন টি. একার্ড। তিনি স্টিফেন জানান, আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নেপাল। ভূমিকম্প সহনশীল বাড়ি-ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। নেপালকে গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায় সহযোগিতা করছে।

উপাচার্য তাঁর বক্তব্যে ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি রোধে মানুষজনের সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএ মামুন, প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. অসিত বরণ পাল, জুলকার নাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

হাফিজুর রহমান/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।