এশিয়া কাপে তামিমের পরিবর্তে ইমরুলই


প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তবে আইসিসির ধরাবাধা নিয়মের কারণে আগেই ঘোষণা করতে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে এশিয়া কাপের দল। অবশেষে সেই দলটি ঘোষণা করা হলো আজ। ১৫ সদস্যের দলে একটাই পরিবর্তণ। তামিম ইকবালের পরিবর্তে এশিয়া কাপে খেলবেন ইমরুল কায়েস।

২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে এশিয়া কাপের আসর। একই সময়ে প্রথম সন্তানের জনক হবেন তামিম ইকবাল। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে রেখেছেন তামিম। ফলে তার এশিয়া কাপ খেলা হচ্ছে না। এ কারণেই ওপেনার তামিম ইকবালের পরিবর্তে দলে জায়গা পেয়ে গেলেন ইমরুল কায়েস। এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সঙ্গে এশিয়া কাপের দলের কোন পরিবর্তণ নেই।

বিশ্বকাপের মত এই দলেও আছেন তিন তরুণ আবু হায়দার রনি, কাজী নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ মিথুন। যথারীতি নেতৃত্বে মাশরাফি বিন মর্তুজা।  

এশিয়া কাপে ১৫ সদস্যের বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ এবং আবু হায়দার রনি।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।