দুদকের পরিচয়ে সরকারি কর্মকর্তার কাছ থেকে অর্থ হাতাতেন তিনি
‘আপনার বিরুদ্ধে দুদকে অভিযোগ আছে, টাকা লাগবে’। এভাবেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভয় দেখিয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে ‘অর্থ আত্মসাৎ’ করতেন মো. মোর্তজা কামাল।
এই অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর থেকে তাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতার মোর্তজা সাতক্ষীরার একটি স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, একটি প্রতারক চক্রের সদস্যরা দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের মোবাইল নম্বরে কল করতেন। এরপর তাদের নামে দুদকে অভিযোগ আছে বলে জানাতেন। দেখাতেন মামলার ভয়। এরপর দাবি করতেন টাকা। এই প্রতারক চক্রের একজন হলেন মোর্তজা।
তিনি মামলাসহ চাকরির ক্ষতির ভয় দেখিয়ে বিভিন্ন বিকাশ এবং নগদ নম্বরে টাকাও গ্রহণ করেছেন বলে জানান এডিসি মো. নাজমুল ইসলাম।
এমন একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১২ আগস্ট একটি মামলা হয়। আদালতের নির্দেশে মামলা তদন্তের দায়িত্ব পায় সিটি সাইবার ক্রাইম বিভাগ।
এরপর সিটি সাইবার ক্রাইম বিভাগের ই-ফ্রড টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটিকে শনাক্ত করে।
সবশেষ গ্রেফতার করা হয় মোর্তজা কামালকে। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল, ১৪টি সিমকার্ড এবং নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
টিটি/জেডএইচ/জেআইএম