রাজধানীতে বাসে ইয়াবা বহন, ৪ কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১১ নভেম্বর ২০২২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ৬০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি টিআর ট্রাভেলস ক্লাসিক বাস জব্ধ করা হয়।

গ্রেফতারদের নাম- মো. আলমগীর হোসেন, রিদুয়ান ইসলাম, ফেরদৌস মানিক ও মো. মাহিবুর রহমান ওরফে শুভ।

jagonews24

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম।

শুক্রবার (১১ নভেম্বর) গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জাগো নিউজকে এসব তথ্য জানান।

jagonews24

তিনি বলেন, কয়েকজন মাদক কারবারি যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির সামনে ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চার হাজার ৬০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

টিটি/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।