জুটি হিসেবে মাহিকে চান শাকিব খান


প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

ঢালিউড কিং শাকিব খান। তার নামেই ছবি চলে। তাকে ঘিরেই টাকা লগ্নি হয় ঢাকাই চলচ্চিত্রে। স্বভাবতই তিনি পরিচালক ও প্রযোজকদের আস্থার নাম।

তবে জুটি নিয়ে গেল বছর দুই ধরেই বিপাকে রয়েছেন শাকিব। গেল বছরে অপু বিশ্বাসকে নিয়ে সফলতা পেলেও দর্শক ক্রমশই মুখ ফিরিয়ে নিচ্ছে এই একঘেয়েমির জুটি থেকে। তারা চাইছেন শাকিবের সঙ্গে নতুন নতুন মুখ। সেই ভাবনা থেকে পরিচালকরাও নিত্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন।

তবে হলফ করে বলা যায় তার ফলাফল একেবারেই শূন্য। পরীমনি থেকে শুরু করে অনেক নায়িকাই শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন। কিন্তু কেউই সাফল্য এনে দিতে পারেননি। তাই ঘুরে ফিরে আসছিল ঢালিউডের শীর্ষ অভিনেত্রী মাহিয়া মাহির নাম।

এর আগে পি এ কাজলের ‘লাভ আজকাল’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন শাকিব ও মাহি। সেই ছবিটি ছিলো সুপার ডুপার হিট। এরপর গেল বছরের শেষের দিকে ভার্সেটাইল মিডিয়া থেকে মাহির জীবনী নিয়ে নির্মিত ‘মাহি’ নামের একটি ছবিতে জুটি হয়ে কাজ করার কথা শোনা গিয়েছিলো শাকিব-মাহির। কিন্তু সেটি আওয়াজেই মিলিয়ে গেছে।

Mahi
তাই দর্শক চাহিদার কথা ভেবে শাকিব খান নিজেই এবার মুখ খুললেন মাহিকে নিয়ে ছবি করার বিষয়ে। আজ সোমবার, ১৫ ফেব্রুয়ারি বিকেল পৌনে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে শাকিব মাহির সঙ্গে একটি ছবি পোস্ট দিয়েছেন। ছবির ক্যাপশানে লিখেছেন, ‘আবারো পর্দায় আসতে পারে এই জুটি। এই জুটির আরেকটি ছবি হোক কে কে চান?’

পোস্টটি দেয়ার সঙ্গে সঙ্গে সেটিকে সমর্থন জানাচ্ছেন শাকিব ভক্তরা। লাইক করার পাশাপাশি অনেকে শেয়ারও করছেন পোস্টটি।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।