চেন্নাইকে ভুলতে পারছেন না ধোনি


প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

নতুন দায়িত্ব নতুন দল; কিন্তু আট বছরের দীর্ঘ সম্পর্ক কি আর হুট করে ভোলা যায়! মহেন্দ্র সিং ধোনির সেই সম্পর্ক তার পুরনো দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে। সোমবার আইপিএলের নতুন দল পুণে সুপার জায়ান্টসের জার্সি উদ্বোধন করে সেই সত্যিটাই স্বীকার করে নিলেন ধোনি।

জানিয়ে দিলেন, এখনও সেই দিনগুলি থেকে বেরিয়ে আসতে পারেননি। পুণের নতুন অধিনায়ক বলেন, ‘আমি যদি এটা বলি যে, সব ভুলে গেছি তাহলে মিথ্যা কথা বলা হবে। একজন মানুষ হিসেবে সত্যটা বলা আমার দায়িত্ব। এখনও সিএসকের সঙ্গে একটা আবেগের সম্পর্ক রয়ে গেছে।’

মাঠে তার নাম মিস্টার কুল। সব কিছু সামলান ঠান্ডা মাথায়। বেশি উচ্ছ্বাসও কখনও দেখান না; কিন্তু সোমবার পুরনো দলের কথা উঠতেই আবেগে ভেসে গেলেন ধোনি।

বললেন, ‘আমাকে যদি পলিটিক্যালি কারেক্ট হতে বলেন, আমি এমন নই। আট বছর পর অন্য যেকোনো দলের হয়ে খেলতেই অন্যরকম অনুভূতি হচ্ছে। যদি হঠাৎ করে আমার মুখ থেকে এটা শুনতে চান, আমি খুব উচ্ছ্বসিত নতুন দলের হয়ে খেলার জন্য, আর সিএসকে দল ও তার ফ্যানদের কোনো কৃতিত্ব নেই তাহলে সেটা মিথ্যা বলা হবে।’

এসবের পাশাপাশি পুণেকেও ধন্যবাদ জানিয়েছেন ধোনি। সঙ্গে রয়েছে অধিনায়কত্ব। যেটা এই আইপিএলে বাড়তি পাওনা ধোনির। তবে তার দলে সুরেশ রায়নার অভাব বোধ করবেন সেটাও বলতে ভুললেন না।

বলেন, ‘অনেককেই মিস করবো। আট বছর ধরে আমরা একসঙ্গে খেলেছি। তবে একজন পেশাদার হিসেবে বলবো, পুণে দলকে ধন্যবাদ আমাকে নেয়ার জন্য। এত বড় দায়িত্ব দেয়ার জন্য।’

যদিও স্টিফেন ফ্লেমিংকে দলের কোচ হিসেবে পেয়ে খুশি ধোনি। তার সঙ্গেও পুরনো বোঝাপড়াটা কাজে লাগবে বলেই বিশ্বাস ভারত অধিনায়কের। একই দিনে পুণে দলের সহকারি কোচ বেছে নেয়া হলো হৃষিকেশ কানিতকারকে।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।