চাচার দেয়া গরম পানিতে ঝলসে গেল সায়েমুলের শরীর


প্রকাশিত: ০৩:১৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

চুয়াডাঙায় শিশু সায়েমুলের শরীর গরম পানি দিয়ে ঝলসে দিয়েছে আপন চাচা। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে। গরম পানিতে ঝলসে গেছে শিশু সায়েমুলের শরীরের ২০ ভাগ। চুয়াডাঙা সদর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশু সায়েমুল।

শিশু সায়েমুল ইশ্বরচন্দ্রপুর গ্রামের আবু সামার ছেলে। সে ইশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

Shaimul

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে পারিবারিক ঝগড়া-ফ্যাসাদে নিজের বৃদ্ধ মাকে মারতে যাচ্ছিল ইশ্বরচন্দ্রপুর গ্রামের মাঝের পাড়ার মৃত মতেহার আলীর ছেলে সাবু মিয়া। এ সময় তার ভাতিজা সায়েমুল (১০) তাকে ঠেকাতে গেলে চায়ের কেটিলিতে রাখা গরম পানি ছুড়ে মারে চাচা সাবু। এতে সায়েমুলের কোমর থেকে দু’পায়ের পাতা পর্যন্ত পুড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে দর্শনা স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সায়েমুলকে চুয়াডাঙা সদর হাসপাতালে রেফার্ড করেন। শুধু সায়েমুলকেই নয় তার মা ফাহিমাকেও মাথায় আঘাত করে জখম করা হয়েছে।

Shaimul

ডাক্তার বলছেন, শিশু সায়েমুলের শরীরের ২০ ভাগ পুড়ে গেছে। তার উন্নত চিকিৎসা দরকার।

এদিকে এ ঘটনার বিচার চাইলেন সায়েমুলের স্বজনরা। সায়েমুলের নানা আনোয়ার হোসেন জানান, থানায় মামলা করবো। এ ঘটনার সঠিক বিচার চাই।

দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস জানান, থানায় মামলা হলে ব্যবস্থা নেয়া হবে।

সালাউদ্দিন কাজল/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।