গণতন্ত্র প্রশ্নে কোনো লেনদেন নয় : ইনু


প্রকাশিত: ০৭:১৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, রাজনীতিতে স্বাধীনতা এবং গণতন্ত্র প্রশ্নে কোনো লেনদেন হয় না। এ নিয়ে কোনো আলোচনাও হতে পারে না। যারা স্বাধীনতা বিরোধী তাদের সঙ্গে আতাত করে কোনো আলোচনা হতে পারে না।

মঙ্গলবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শিশু কল্যাণ কেন্দ্রে কাজী আরেফ আহমেদের ১৭তম শাহাদাত দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কাজী আরেফ ফাউন্ডেশন এই অনুষ্ঠানটি আয়োজন করে।

ইনু বলেন, রাজনীতিতে এ মুহূর্তে মূল কাজ হচ্ছে রাজনীতি থেকে রাজাকার, আগুন সন্ত্রাস দূর করে জামায়াতের সঙ্গে খালেদা জিয়ারও বিচার করা।

তথ্যমন্ত্রী বলেন, দেশকে শান্তির পথে নিতে হলে এখনি স্বাধীনতা বিরোধীদের ডানা কেটে ফেলতে হবে। সমাজ থেকে চক্রান্তকারীদের মূলোৎপাটন করতে হবে।

কাজী আরেফের আন্দোলনের ভিত্তিতেই বর্তমান মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করছে বলেও তিনি মন্তব্য করেন। কাজী আরেফ ছিলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যমত সংগঠক ৬২ নিউক্লিয়াস সদস্য ও জাসদের সভাপতি।

কাজী আরেফ ফাউন্ডেশনের সহ-সভাপতি খন্দকার হেনা মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাজী আরেফ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মইনুল হক মঞ্জু।

এএম/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।