ঢাকা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক লাঞ্ছিত


প্রকাশিত: ০৮:১৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক ও শিক্ষামন্ত্রীর সাবেক এপিএস মন্মথ রঞ্জন বাড়ৈকে লাঞ্ছিত করেছে বোর্ডের কর্মচারী সমিতির নেতারা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বকশী বাজারের বোর্ড অফিসে চেয়ারম্যানের কক্ষের সামনে এ ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হয়নি।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বোর্ডের কর্মচারী সমিতির নেতা লোকমানের আপন তিনভাইকে বিভিন্নপদে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়। মন্ত্রণালয়ের নিদের্শে তা আবার বাতিল করায় মন্মথ রঞ্জন বাড়ৈর ওপর ক্ষিপ্ত হয়ে লোকমান গ্রুপ তাকে লাঞ্ছিত করে। সোমবার রাতে বোর্ডর চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বক্কর সিদ্দিককেও হুমকি দিয়েছেন কর্মচারী সমিতির নেতা লোকমান গ্রুপের কয়েকজন সদস্য।

এনএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।