পোস্তগোলা ময়দা মিলের কার্যক্রম পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
ঢাকার শ্যামপুরস্থ পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিলের উৎপাদন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমদ। মঙ্গলবার তারা এই পরিদর্শনে যান বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়।
পরিদর্শনকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী মিলের সহকারী প্রধান মিলার এবং অন্যান্য কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে উৎপাদন কার্যক্রমের বিভিন্ন আনুষাঙ্গীক বিষয় নিয়ে কথা বলেন।
মিলটির দৈনিক গম ভাঙানোর ক্ষমতা ২০০ মে.টন। বর্তমানে মিলটিতে এক শিফটে কাজ চলছে। যা থেকে দৈনিক ৫০ মে. টন গম ভাঙানো হচ্ছে এবং প্রতিদিন ৩৫ থেকে ৩৮ মে. টন আটা উৎপাদিত হচ্ছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, ১৯৫২ সালে রাজধানীর পোস্তগোলায় ময়দা মিলটি স্থাপন করা হয়েছিল। নব্বইয়ের দশকে মিলটি অকার্যকর হয়ে যায়। ২০০১ সালে মিলটি আধুনিকায়ন করার সিদ্ধান্ত হয়। আটা-ময়দার বাজারের প্রতিযোগিতায় টিকিয়ে রাখার জন্য মিলটি নতুন করে গড়ে তুলতে ১৩৪ কোটি টাকার একটি প্রকল্প নেয় বর্তমান সরকার। ২০১৫ সালের ৮ অক্টোবর মিলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এসএ/এসকেডি/পিআর