বইপ্রেমী ও দর্শনার্থীদের মুখে ছয়টি স্টলের নাম


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলার আজ (মঙ্গলবার) ১৬তম দিন। শুরু থেকেই ব্যতিক্রমী উপস্থাপনা ও জনপ্রিয় লেখকের বই এনে আলোচনা আসার প্রতিযোগিতা ছিল প্রকাশকদের মাঝে।

তবে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান আলোচনায় আসতে সমর্থ হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। এর মধ্যে বইপ্রেমী ও দর্শনার্থীদের মুখে হাতে গোনা ছয়টি স্টলের কথাই শোনা যাচ্ছে।

সেগুলো হলো : অন্য প্রকাশ, তাম্রলিপি, বাংলা একাডেমি, যুবজাগরণ, অনন্যা ও অন্বেষা।

humaun

এদিকে পহেলা ফেব্রুয়ারি থেকে ১৬তম দিন পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রতিদিন দর্শনার্থী ও বইপ্রেমীদের জন্য মেলা উন্মুক্ত করার পর থেকেই এসব স্টলগুলোতে ভিড় লেগেই আছে। বিক্রিও বেশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

জানা গেছে, জনপ্রিয় লেখকদের বই এনেই মূলত বইপ্রেমীদের আকৃষ্ট করতে সমর্থ হয়েছেন এসব প্রকাশনীগুলো।

এদিকে মেলা উপলক্ষে বিশেষ ছাড় দেয়ার কারণে শুরু থেকেই বাংলা একাডেমিতে ভিড় সবসময় লেগে থাকছে। পাশাপাশি যুবজাগরণে রাজনৈতিক বইগুলোতে বিশেষ ছাড় থাকার কারণে এই স্টলটিও বেশ আলোচিত হয়ে উঠছে।

annana

অন্য প্রকাশের বিক্রেতা তৌফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, বইমেলার শুরু থেকেই বিক্রি অনেক ভাল। গত বছরের চেয়ে এবার বিক্রি তুলনামূলক বেশি হচ্ছে বলেও জানান তিনি।

তাম্রলিপি প্রকাশনীর রনি জানান, জনপ্রিয় লেখকদের বই নিয়ে এবারের বইমেলায় এসেছেন তারা। শুরু থেকে বিক্রি অনেক ভাল।

এমএম/এমএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।