ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার
অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় তিন ঘণ্টা কর্মসূচি পালনের পর অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরীর আশ্বাসে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা এ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
কলেজ শিক্ষার্থীদের উপর স্থানীয় ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সকাল ৮টার দিকে কলেজ গেইটে তালা দিয়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তারা হামলাকারী ব্যবসায়ীর গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে কলেজ অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী দায়িদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে।
অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী জাগো নিউজকে জানান, কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে ছাত্ররা ক্লাসে ফিরে গেছে।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী নজরুল ইসলাম জানান, অধ্যক্ষ আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করেছি।
প্রসঙ্গত, গত রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোবাইলে ফ্লেক্সিলোড দেয়াকে কেন্দ্র করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্ট ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।
ছামির মাহমুদ/এআরএ/পিআর