অর্থ আসবে মিথুনের, ব্যয় বাড়বে কন্যার
মেষ- শরীর স্বাস্থ্য ভাল থাকবে। ছোট আঘাত বিশেষ করে গাড়ি থেকে সাবধান। বিনাশ্রমে অর্থ লাভ হতে পারে। আনন্দ ফুর্তির জন্য ব্যয় হবে। স্বামী স্ত্রী সম্পর্ক ভালো থাকবে। প্রেম প্রীতির জন্য দিনটি ভালো। সন্তানের উচ্চ শিক্ষার জন্য সাফল্য পাবে।
বৃষ- শরীর সাস্থ্য ভালো থাকবে না। শিক্ষায় বাধা-বিপত্তির মধ্য দিয়ে সাফল্য আসবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। বিষয় সম্পত্তি নিয়ে পুলিশি ঝামেলায় জড়াতে পারেন।
মিথুন- পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে। দূরদেশ ভ্রমণের যোগ আছে। ক্রনিক রোগের বৃদ্ধি হবে। দিনের দ্বিতীয়ভাগে অর্থ লাভ হবে।
কর্কট- যে কোনো কর্মে সাফল্য আসবে। আটকে থাকা অর্থ নিয়ে দুশ্চিন্তা বাড়বে। প্রেম প্রীতির জন্য দিনটি ভালো হবে না। শরীর স্বাস্থ্য সাধারণভাবে ভালো।
সিংহ- প্রেম বিবাহে পরিণত হবার সম্ভবনা। চাকরিতে আর্থিক লাভ পাবেন। গৃহ সম্পত্তির জন্য ব্যাংক লোন মঞ্জুর হতে পারে। ১২-১টার মধ্যে ব্যাংকের যোগাযোগ করুন। সন্তানের বিদ্যায় ফল ভালো হবে না।
কন্যা- চাকরিতে পদোন্নতি বা আর্থিক লাভ পেতে পারে। দাম্পত্য জীবন সুখের হবে না। চিকিৎসার জন্য অধিক ব্যয়ের কারণে মানসিক দুশ্চিন্তা থাকবে। সম্পত্তি নিয়ে ভ্রাতা ভগ্নীর সঙ্গে বিবাদের সম্ভবনা। শরীরে চোট আঘাত থেকে সাবধান হওয়া দরকার।
তুলা- প্রেম-প্রীতির সম্পর্কে সাফল্য পাবেন। শিক্ষার জন্য দিনটি শুভ হবে না। যে কর্মে করুন আর্থিক লাভ হবে। রোগ-ভোগ হতে পারে। গাইনি সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা হতে পারে। রোগ হলেও নিরাময় হবে।
বৃশ্চিক- শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। বিশেষ করে লিভার, মস্তিষ্ক এবং নার্ভের সমস্যা দেখা দেবে। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। শিক্ষার জন্য দিনটি শুভ হবে না।
ধনু- বিদ্যায় বাধা -বিপত্তি। সম্পত্তিতে বিনিয়োগ করার সম্ভবনা। কর্মে সাফল্য এবং আর্থিক লাভ পাবেন। প্রেম-প্রীতির জন্য দিনটি শুভ হবে না।
মকর- চাকুরিতে পদ্দোনতি বা আর্থিক লাভ পাবেন। সম্পত্তিতে বিনিয়োগ লাভদায়ক হবে। স্বামী স্ত্রী সম্পর্ক ভালো থাকবে।
কুম্ভ- শারীরিক সমস্যা থাকবে। সর্দি, কাশি, ঠান্ডা লাগা জাতীয় শারীরিক কষ্ট পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভদায়ক হবে। বৃত্তিমূলক উচ্চ শিক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা শুভ ফল পাবেন।
মীন- চাকুরিরত ব্যাক্তির জন্য দিনটি শুভ হবে না। লোন শোধ করার জন্য দুশ্চিন্তা থাকবে। শিক্ষায় সাফল্য, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আশা করতে পারেন।
আরএস/পিআর