গৌরনদী ও আগৈলঝাড়ায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা


প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালের গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছিলেন আওয়ামী লীগের  তৃণমূল পর্যায়ের প্রায় তিন ড’জন নেতা। জেলা, উপজেলার নেতা ও ভোটারদের নজর কাড়তে তাদের ব্যস্ততা কম ছিল না। কথনো নেতাদের বাড়ি গিয়ে তোষামোদি। আবার কখনো ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সেবা দেয়ার প্রতিশ্রুতি। সব মিলিয়ে ইউনিয়নগুলোতে নির্বাচনের উত্তাপ বইছে।

এর মধ্যেই শুরু হলো দলের প্রার্থী যাচাই-বাছাই। প্রায় তিন ড’জন নেতার মধ্য থেকে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনীত করা হলো ৭ জনকে। বাকিদের দৌড়ঝাঁপ লবিং তদবির সবই গেলো ভেস্তে। মনোনয়নবঞ্চিত অনেকেই বিদ্রোহী প্রার্থী হওয়ার কথা ভাবছেন। আর যারা মনোনয়নে টিকে গেছেন নির্বাচনে জয়ী হবার লক্ষ্যে আটঘাট বেঁধে নেমে পড়েছেন।

আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, খাঞ্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো, নুর-আলম সেরনিয়াবাত, বার্থী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা, চাঁদশী ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে, মাহিলাড়া ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বর্তমান ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, বাটাজোর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সভাপতি আব্দুর রব হাওলাদার, নলচিড়া ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম হাফিজ মৃধা, শরিকল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফারুক মোল্লাকে দল থেকে মনোনীত করা হয়েছে। এই উপজেলায় ৭টি ইউনিয়নের মধ্যে চারটিতেই বর্তমান চেয়ারম্যানরা পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন বোর্ডের সদস্য এইচএম জয়নাল আবেদীন মনোনয়ন তালিকায় উপরে উল্লেখিত নামগুলো থাকার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। তাই মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাও বেশি। নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে বুঝে শুনেই দল প্রার্থী নির্ধারণ করেছে।

এদিকে আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতেই আওয়ামী লীগের বর্তমান চেয়াম্যানদের দলের মনোনয়ন দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন তালিকায় রয়েছেন রাজিহার ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি বিপুল দাস, বাগধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম বাবুল এবং রত্নপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরদার।

এছাড়া বাকি গৈলা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব ইমতিয়াজ লিমন।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।