নালিতাবাড়ীতে লড়াই হবে নৌকা-ধানে
পৌরসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী হাওয়া। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে তৃণমূলের রাজনীতি। পৌর নির্বাচনে মেয়র প্রার্থীর মতো এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে নির্বাচন হবে দলীয় প্রতীকে। ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এবার ভিন্নমাত্রা যোগ হয়েছে।
সাধারণ ভোটাররা বলছেন, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ভোটররাও দলীয়ভাবে ভাগ হয়ে যাবেন। আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীদের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। এবার স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটের মাঠ উতরানো কঠিন হবে।
প্রথমবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ৫ উপজেলার ৫২টি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেশ জমে উঠেছে। ইউনিয়নগুলো ছেঁয়ে গেছে প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুুনে। অনেক প্রার্থী আগাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ বিভিন্ন চায়ের দোকানে নিয়মিত আড্ডার মাধ্যমে নিজের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা শেষ মুহূর্তের দৌঁড়ঝাপ চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ-বিএনপির পাশপাশি জাতীয় পার্টি ও জাসদ থেকে প্রার্থী দেয়ার চেষ্টা চলছে।
প্রায় প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপিতে মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন দু’দলের নেতারা। কিন্তু জাতীয় পার্টি ও জাসদ থেকে সব ইউনিয়নে প্রার্থী পাওয়াই কঠিন হয়ে পড়েছে। তবে এ দু’দলের নেতারা হাল ছাড়ছেন না তারা বলছেন শেষ পর্যন্ত তারা সব ইউনিয়নেই দলীয় চেয়ারম্যান প্রার্থী দিতে চেষ্টা করবেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২২ মাচ প্রথম ধাপে সারা দেশের ৭৫২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নালিতাবাড়ী উপজেলার ১২ ইউপিতে নির্বাচনের মনোনয়ন জমাদানের শেষ সময় আগামী ২২ ফেব্রুয়ারি। ২৩-২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এবং ৩ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোটগ্রহণ হবে আগামী ২২ মার্চ।
ইতোমধ্যে নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিতে আওয়ামী লীগ তৃণমূলের সভায় সিদ্ধান্ত নিয়ে ১২ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করে গত ১৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অনুমোদনের জন্য প্রেরণ করেছে। কিন্তু ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তৃণমূলের বিএনপি নেতারা তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি। রাতে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। জাতীয় পাটি এবং জাসদও বিভিন্ন ইউনিয়নে দলীয় প্রার্থী দেয়ার চেষ্টা চলছে।
১ নং পোড়াগাঁও ইউনিয়ন : এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গারো নেত্রী বন্দনা চাম্বুগং। আর বিএনপি থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী, জামরুল ইসলাম রবিউল আলম, আবু বক্কর সিদ্দিক দলীয় মনোনয়ন প্রত্যাশী। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৭০। তার মধ্যে পুরুষ ৫ হাজার ৬০০ ও নারী ৬ হাজার ১৭০। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি ও ভোটকক্ষের সংখ্যা ৩৫টি।
২ নং নন্নী ইউনিয়ন : এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী। বিএনপি থেকে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, মাহবুবুর রহমান রিটন মনোনয়ন প্রত্যাশী। জাতীয় পার্টি থেকে একমাত্র মনোনয়ন প্রত্যাশী শামশাদ সরকার। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৯২৬। তার মধ্যে পুরুষ ৬ হাজার ২০৩ ও নারী ৬ হাজার ৭২৩। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি ও ভোটকক্ষের সংখ্যা ৩৮টি।
৩ নং রাজনগর ইউনিয়ন : এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল। বিএনপি থেকে সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, খলিলুর রহমান খলিল, জাহাঙ্গীর আলম ও সুমন আহমেদ কুব্বাত মনোনয়ন প্রত্যাশী। জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী সোহেল রানা মিঠু এবং ফিরোজ আহমেদ নামে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯০৯। তার মধ্যে পুরুষ ৯ হাজার ৩০০ ও নারী ৯ হাজার ৬০৯। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি ও ভোটকক্ষের সংখ্যা ৪৬টি।
৪ নং নয়াবিল ইউনিয়ন : এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান নুর ইসলাম। বিএনপি থেকে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান একমাত্র মনোনয়ন প্রত্যাশী। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭০৯। তার মধ্যে পুরুষ ৬ হাজার ও নারী ৬ হাজার ৭০৯। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি ও ভোটকক্ষের সংখ্যা ৩৩টি।
৫ নং রামচন্দ্রকুড়া ইউনিয়ন : এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা। বিএনপি থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন একক মনোনয়ন প্রত্যাশী। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ২৬৮। তার মধ্যে পুরুষ ৫ হাজার ৯৩৪ ও নারী ৬ হাজার ৩৩৪। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯ টি ও ভোটকক্ষের সংখ্যা ৩০টি।
৬ নং কাকরকান্দি ইউনিয়ন : এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল। বিএনপি থেকে মো. নাজমুল, মো. হান্নান, মো. রমজান মনোনয়ন প্রত্যাশী। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৩২৮। তার মধ্যে পুরুষ ৫ হাজার ৪০০ ও নারী ৫ হাজার ৯২৮। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি ও ভোটকক্ষের সংখ্যা ৩১টি।
৭ নং নালিতাবাড়ী ইউনিয়ন : এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন আসাদুজ্জামান আসাদ। বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান আশরাফ আলী, আমিনুল ইসলাম, ছাত্রদল সেক্রেটারি মিজানুর রহমান মনোনয়ন প্রত্যাশী। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৮৭৪। তার মধ্যে পুরুষ ৫ হাজার ২০০ ও নারী ৫ হাজার ৬৭৪। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি ও ভোটকক্ষের সংখ্যা ৩২টি।
৮ নং রূপনারায়ণকুড়া ইউনিয়ন : এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন মিজানুর রহমান মিজান। বিএনপি থেকে মো. মঞ্জুরুল, তারা মিয়া মনোনয়ন প্রত্যাশী। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৮২৬। তার মধ্যে পুরুষ ৫ হাজার ৩০০ ও নারী ৫ হাজার ৫২৬। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি ও ভোটকক্ষের সংখ্যা ৩১টি।
৯ নং মরিচপুরান ইউনিয়ন : এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন শফিক আহাম্মেদ। বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী, মো.আব্দুস সবুর, খোরশেদ আলম মনোনয়ন প্রত্যাশী। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ১০৫। তার মধ্যে পুরুষ ৭ হাজার ৮১২ ও নারী ৮ হাজার ২৯৩। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি ও ভোটকক্ষের সংখ্যা ৩৮টি।
১০ নং যোগানিয়া ইউনিয়ন : এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন হাবিবর রহমান হাবি। বিএনপি থেকে সামেদুল ইসলাম মুন্সী, আব্দুর রাজ্জাক মনোনয়ন প্রত্যাশী। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৩৫৬। তার মধ্যে পুরুষ ৭ হাজার ৫০০ ও নারী ৭ হাজার ৮৫৬। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি ও ভোটকক্ষের সংখ্যা ৪০টি।
১১ নং বাঘবেড় ইউনিয়ন : এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সবুর। বিএনপি থেকে বদি মিয়া মনোনয়ন প্রত্যাশী। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ২৫০। তার মধ্যে পুরুষ ৬ হাজার ৫০০ ও নারী ৭ হাজার ৭৫০। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি ও ভোটকক্ষের সংখ্যা ৩৭টি।
১২ নং কলসপাড় ইউনিয়ন : এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন মো. আবুল কাশেম। বিএনপি থেকে কামারুজ্জামান বিএসসি মনোনয়ন প্রত্যাশী। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৪। তার মধ্যে পুরুষ ৯ হাজার ২৪৭ ও নারী ৯ হাজার ৮৪৭। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি ও ভোটকক্ষের সংখ্যা ৫০টি।
হাকিম বাবুল/এসএস/এবিএস