বরগুনায় আ.লীগের চূড়ান্ত, প্রার্থী সঙ্কটে বিএনপি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

দলীয় মনোনয়নে পৌর নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই বরগুনায় ইউপি নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে বরগুনার তিনটি পৌরসভার মধ্যে সদর পৌরসভায় আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হওয়ায় কেন্দ্রের চাপে আছে জেলা আ.লীগ। তাই প্রথমবারের মতো দলীয়ভাবে ইউপি নির্বাচন হতে যাওয়ায় এই নির্বাচনে শতভাগ সফলতা অর্জনের জন্য উঠে পড়ে লেগেছে দলটি। তাই আসন্ন ইউপি নির্বাচনে জেলার ৬টি উপজেলার মধ্যে নবগঠিত তালতলী উপজেলা ব্যতীত বাকি পাঁচটি উপজেলার ৩৫ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বাছাই শুরু করেছেন তারা।

অন্যদিকে, পৌরসভার পর এবার তৃণমূলের সবচেয়ে বড় নির্বাচন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠানের ফলে এবার মাঠ পর্যায়েও জাতীয় নির্বাচনের আমেজ পাওয়ার কথা। জমে উঠার কথা নৌকা-ধানের শীষের ভোটের লড়াই। কিন্তু এর তেমন কোন লক্ষণ নেই বরগুনায়। কারণ, দলটিতে প্রার্থীর সঙ্কট রয়েছে ব্যাপক। এর আগের ইউপি নির্বাচনগুলোতে যেসব প্রার্থী বিএনপির সমর্থন নিয়ে একাধিকবার বিজয়ী হয়েছিলেন তারাও এবার নির্বাচনে অংশ নিতে নারাজ।

বরগুনা সদর উপজেলা :

একটি প্রথম শ্রেণির পৌরসভা এবং ১০টি ইউনিয়ন পরিষদ নিয়ে এই উপজেলা গঠিত। আর এই ১০ ইউনিয়নের ৯জন চেয়ারম্যানের মধ্যে ৭জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এ উপজেলার দশ ইউনিয়নের মোট ভোটরের সংখ্যা এক লাখ ৫০ হাজার ১৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৮৭৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৭২ হাজার ৩২০ জন।

গত নির্বাচনে এই উপজেলার বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন মো. শাহজাহান মিয়া। নির্বাচনের তিন বছর পরই মৃত্যুবরণ করেন তিনি। এরপর উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হাসান হিরু মাতুব্বর। গত ৩১ জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনিও। এরপর থেকেই এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি খালি রয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে এই ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোসলেম আলী শরীফের ছেলে মো. স্বপন শরীফকে।

গৌরিচন্না ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। আসন্ন ইউপি নির্বাচনে এ ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে সমাজ সেবক মিলন বিশ্বাসকে।

ফুলঝুড়ি ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসেন। আসন্ন ইউপি নির্বাচনে এ ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে সমাজ সেবক লায়ন জুয়েল খানকে।

কেওড়াবুনিয়া ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আ. হাকিম। তিনিও আ.লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন ইউপি নির্বাচনে এ ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে এই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল মোতালেব মৃধার ছেলে মো. মারুফ মৃধাকে।

আয়লা-পাতাকা ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মীর নুরুল হক। আসন্ন ইউপি নির্বাচনে এ ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে ফিরোজ খন্দকারকে।

বুড়িরচর ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিদ্দিকুর রহমান। আসন্ন ইউপি নির্বাচনে এ ইউনিয়নে আ.লীগ থেকে তাকেই মনোনয়ন দেয়া হয়েছে।

ঢলুয়া ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্জ আজিজুল হক স্বপন। আসন্ন ইউপি নির্বাচনে এ ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে তাকেই।

বরগুনা সদর ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আবু জাফর। সরাসরি কোন রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও তিনি বিএনপি মনা। আসন্ন ইউপি নির্বাচনে এ ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে সদর পৌর যুবলীগের সভাপতি গোলাম আহাদ সোহাগ

এম বালিয়াতলী ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এম এ বারী বাদল। আসন্ন ইউপি নির্বাচনে এ ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে অধ্যক্ষ সেলিম শাহনেয়াজকে।

নলটোনা ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বরগুনা জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সফিকুজ্জামান। ইউপি নির্বাচনে তাকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হবে। আসন্ন ইউপি নির্বাচনে এ ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে মালয়শিয়ান প্রবাসী শিল্পপতি মো. হুমায়ুন কবিরকে।

বেতাগী উপজেলা :

একটি তৃতীয় শ্রেণির পৌরসভা এবং ৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে এই উপজেলা গঠিত। আর এই ৭ ইউনিয়নের সাতজন বর্তমান চেয়ারম্যানের মধ্যে পাঁচজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এ উপজেলার ৭ উনিয়নের মোট ভোটারের সংখ্যা ৭৮ হাজার ৭৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ২১৩ জন এবং নারী ভোটারের সংখ্যা ৪০ হাজার ৫৬৬ জন।

বিবিচিনি ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আনিচুর রহমান। আসন্ন ইউপি নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এই ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়োন দেয়া হয়েছে নয়ন হোসেন খাঁনকে।

বেতাগী ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খ. ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল। আসন্ন ইউপি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। এই ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়োন দেয়া হয়েছে মো. নজরুল ইসলামকে।

মোকামিয়া ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মাহবুব আলম। আসন্ন ইউপি নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এই ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়োন দেয়া হয়েছে মো. জালাল গাজীকে।

হোসনাবাদ ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান ফোরকান। আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়নের জন্য নেতা-কর্মীদের ভোটে তিনি জয়ী হওয়ায় তাকে এই ইউনিয়নে মনোনয়ন দেয়া হয়েছে আ.লীগ থেকে।

বুড়ামজুমদার ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল কবির। আসন্ন ইউপি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। এই ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে সৈয়দ গোলাম রব শুক্কুর মীরকে। এছাড়াও এখানে বিএনপি থেকে নির্বাচনে অংশ নেবেন রশীদ হাওলাদার।

কাজিরাবাদ ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মোশাররফ হোসাইন। আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়নের জন্য নেতা-কর্মীদের ভোটে তিনি জয়ী হওয়ায় তাকে এই ইউনিয়নে মনোনয়ন দেয়া হয়েছে আ.লীগ থেকে।

সরিষামুড়ি ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. ইউসুফ শরীফ। এই ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে শিপন জোমদ্দারকে।

বামনা উপজেলা :

বরগুনা জেলার সবচেয়ে ছোট উপজেলা বামনা। মাত্র ৪টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বামনা উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় প্রার্থী মনোনয়নে সংঘাত ও বিতর্ক এড়াতে ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত হয়েছে ইতোমধ্যেই। এ উপজেলার ৪ ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ৪১ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২১ হাজার ৭০ জন এবং নারী ভোটারের সংখ্যা ২৩ হাজার ৪৭ জন।

গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার সারওয়ারজান মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৪টি ইউনিয়নের প্রার্থী ও আ.লীগ নেতাকর্মীদের নিয়ে এ তৃণমূল ভোট অনুষ্ঠিত হয়। প্রতিটি ইউনিয়নে ৩ থেকে ৪ জন করে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ায় সংঘাত ও বিতর্ক এড়াতে আ.লীগ তৃণমূল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

এই ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের মধ্য থেকে প্রতি ইউনিয়নে একজন করে প্রার্থী চূড়ান্ত করতে ইউনিয়ন পর্যায় সমন্বয় সভা করে উপজেলা আ.লীগ। এতেও সমঝোতা না হওয়ায় ভোটের আয়োজন করা হয়।

বুকাবুনিয়া ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. সাইদুর রহমান সবুজ। আসন্ন ইউপি নির্বাচনে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে এ ইউনিয়নের আ.লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে।

বামনা সদর ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. এনায়েত কবির হাং। আসন্ন ইউপি নির্বাচনে  ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী কামরুজ্জামান সগিরকে।

রামনা ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়নের জন্য নেতা-কর্মীদের ভোটে তিনি জয়ী হওয়ায় তাকে এই ইউনিয়নে মনোনয়ন দেয়া হয়েছে আ.লীগ থেকে।

ডৌয়াতলা ইউপি :

ডৌয়াতলা ইউনিয়নে উপজেলা আ.লীগের সদস্য মো. মিজানুর রহমানকে তৃনমূল নেতাদের ভোটের মাধ্যমে আ.লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

আমতলী উপজেলা :

একটি প্রথম শেণির পৌরসভা এবং ৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে এই উপজেলা গঠিত। আর এই ৭ ইউনিয়নের সাতজন বর্তমান চেয়ারম্যানের মধ্যে পাঁচজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এ উপজেলার সাত ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ৭৮ হাজার ৭৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ২১৩ জন এবং নারী ভোটারের সংখ্যা ৪০ হাজার ৫৬৬ জন।

গুলিসাখালী ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ্যাড. মোঃ নুরুল ইসলাম। আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়নের জন্য নেতা-কর্মীদের ভোটে তিনি জয়ী হওয়ায় তাকে আবারও এই ইউনিয়নে মনোনয়ন দেয়া হয়েছে আ.লীগ থেকে।:

কুকুয়া ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. কায়েসুর রহমান। আসন্ন ইউপি নির্বাচনে এই ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদারকে।

আঠারগাছিয়া ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ। আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়নের জন্য নেতা-কর্মীদের ভোটে তিনি জয়ী হওয়ায় তাকে আবারও এই ইউনিয়নে মনোনয়ন দেয়া হয়েছে আ.লীগ থেকে।

হলদিয়া ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম। আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়নের জন্য নেতা-কর্মীদের ভোটে তিনি জয়ী হওয়ায় তাকে আবারও এই ইউনিয়নে মনোনয়ন দিয়েছে আ.লীগ।

চাওড়া ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান। আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়নের জন্য নেতা-কর্মীদের ভোটে তিনি জয়ী হওয়ায় তাকে আবারও এই ইউনিয়নে মনোনয়ন দিয়েছে আ.লীগ।

আমতলী সদর ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা। আসন্ন ইউপি নির্বাচনে এই ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধাকে।

আরপাঙ্গাশিয়া ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আসন্ন ইউপি নির্বাচনে এই ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে মো. সুলতান আহম্মেদকে।

পাথরঘাটা উপজেলা :

একটি দ্বিতীয় শ্রেণির পৌরসভা এবং ৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে এই উপজেলা গঠিত। আর এই ৭ ইউনিয়নের ৭ জন বর্তমান চেয়াম্যানের মধ্যে পাঁচজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাথরঘাটা উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের তৃণমূলের নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী চূড়ান্ত হয়েছে ইতোমধ্যেই। এ উপজেলার সাত ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ৬৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৭ হাজার ৫৪০ জন এবং নারী ভোটারের সংখ্যা এক লাখ ২৮ হাজার ১০৪ জন।

রায়হানপুর ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমান (রুপক)। আসন্ন ইউপি নির্বাচনের জন্য এই ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দিয়েছে শামীম আহমেদকে।

নাচনাপাড়া ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। আসন্ন ইউপি নির্বাচনের জন্য এই ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দিয়েছে মো. ফরিদ উদ্দিনকে।

কালমেঘা ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বেগম নূর আফরোজা হেপী। আসন্ন ইউপি নির্বাচনের জন্য এই ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দিয়েছে গোলাম নাসিমকে।

কাকচিড়া ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু। আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়নের জন্য নেতাকর্মীদের ভোটে তিনি জয়ী হওয়ায় তাকে আবারও এই ইউনিয়নে মনোনয়ন দিয়েছে আ.লীগ।

কাঠালতলী ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। আসন্ন ইউপি নির্বাচনের জন্য এই ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দিয়েছে মো. শহিদকে।

পাথরঘাটা ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। আসন্ন ইউপি নির্বাচনের মনোনয়নের জন্য নেতা-কর্মীদের ভোটে তিনি জয়ী হওয়ায় তাকে আবারও এই ইউনিয়নে মনোনয়ন দিয়েছে আ.লীগ।

চরদুয়ানী ইউপি :

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এম কামরুল ইসলাম। আসন্ন ইউপি নির্বাচনে এই ইউনিয়নে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ ফিরোজকে।

এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।