বইমেলায় সাফি উল্লাহ্`র গল্পগ্রন্থ সাত নাম্বার বাস
অমর একুশে বইমেলা ২০১৬ তে প্রকাশ হয়েছে সাফি উল্লাহ্’র গল্পগ্রন্থ ‘সাত নম্বর বাস’। বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। এটি লেখকের প্রথম প্রকাশিত বই। প্রচ্ছদ করেছেন প্রান্ত ঘোষ দস্তিদার। মেলার ৫৭৫-৫৭৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য ১৫০টাকা।
বইটি সম্পর্কে লেখক বলেন, `প্রতিকূল পরিবেশে বাঁচার জন্য সংগ্রামমুখর মানুষদের দৃষ্টিতে ঢাকা কেমন, আধুনিক ঢাকার প্রত্যাহিক জীবনে কী ধরণের সংকটের মুখোমুখি হতে হয় এসব বিষয় নিয়ে বইয়ের গল্পগুলো সাজানো হয়েছে।` বইটি সম্পর্কে ইংরেজী বিভাগের অধ্যাপক ও খ্যাতিমান অনুবাদক ফখরুল আলম বলেন, `বইটির গল্পগুলো শহুরে যুবকদের পৃথিবীকে উন্মোচন করেছে। দৈনন্দিন জীবনকে খুব কাছ থেকে দেখে তরুণদের নাগরিক জীবনের অনিশ্চয়তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সাফি উল্লাহ্।`
গল্পকার সাফি উল্লাহ্ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত। তিনি সাহিত্যের ছোট কাগজ `চোখ`- এর সম্পাদনার সাথে যুক্ত রয়েছেন।
এইচএন/পিআর