আব্দুর রাজ্জাকের নাম স্মরণীয় হয়ে থাকবে : নাসিম


প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুবই ঘনিষ্ঠজন ছিলেন জননেতা আব্দুর রাজ্জাক। যে ক’জন তরুণ নেতা বঙ্গবন্ধুর পাশে সব সময় ছিলেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বঙ্গবন্ধুর একজন ত্যাগী সাহসী সৈনিক হিসেবে ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। যতদিন বঙ্গবন্ধুর নাম থাকবে ততদিন আব্দুর রাজ্জাকের নাম স্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীকে ‘জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি স্বর্ণপদক’ এবং ৩ জনকে ‘জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি ২০১৪’ প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

মন্ত্রী আরো বলেন, রাজ্জাক ভাই ছিলেন সকলের কাছে অসাম্প্রদায়িক ও মুক্ত চিন্তার সৎ ও আদর্শবান জনপ্রিয় নেতা। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে থেকে দেশের জন্য কাজ করেছেন। যখন একটি গোষ্ঠি এ দেশে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিতে কাজ করেছে, তখন জননেতা আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধু কন্যার সঙ্গে থেকে তা প্রতিহত করেছে।

তিনি বলেন, আব্দুর রাজ্জাক আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে থেকে তার মন্ত্রিসভায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্বরণীয় হয়ে থাকবেন। আব্দুর রাজ্জাকের স্মৃতির মাধ্যমে তাকে ধরে রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আব্দুর রাজ্জাক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ত্যাগী ছাত্রনেতা এবং পরবর্তীতে সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য এই রাজনীতিবিদ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সারাজীবন নেতৃত্ব প্রদান ও নিরলস কাজ করে গেছেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি ট্রাস্ট ফান্ডের দাতা সদস্য মিসেস ফরিদা রাজ্জাক, নাহিম রাজ্জাক এমপি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী এবং রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আবু সুফিয়ানকে ‘আব্দুর রাজ্জাক স্মৃতি স্বর্ণপদক’ এবং একই বিভাগের মুক্তা জাহান, সিরাজুম মুনিরা ও মোছা. শাহানাজ পারভীনকে ‘আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়। এছাড়া জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি ট্রাস্ট ফান্ডের দাতা সদস্য মিসেস ফরিদা রাজ্জাক ট্রাস্টের তহবিল বৃদ্ধির জন্য ৫ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন।

এমএইচ/আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।