ঘানায় বাস-ট্রাকের সংঘর্ষ : নিহত ৫৩
আফ্রিকার দেশ ঘানার উত্তরাঞ্চলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫৩ বাসযাত্রী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে কিনটাম্পো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
পুলিশ কর্মকর্তারা বলছেন, মেট্রো গণপরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টমেটোবাহী কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দেশটির আঞ্চলিক পুলিশ প্রধান ম্যাক্সওয়েল অ্যাটিনগেইন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অনেক যাত্রীই ঘটনাস্থলে নিহত হয়েছেন।
পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। ঘানার ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা জানিয়েছেন। এত ৫৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত আরো অন্তত ২৩ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসআইএস/পিআর