জ্ঞান চর্চার স্থান বিশ্ববিদ্যালয় : রাষ্ট্রপতি


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু উচ্চ শিক্ষা ও গবেষণার স্থান নয়, জ্ঞান চর্চারও স্থান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বুসন্ধরা আবাসিক এলাকায় নর্থ-সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি নতুন গ্র্যাজুয়েটদের জ্ঞান, মেধা ও দক্ষতা দিয়ে বিদেশে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, তোমরা ২১ শতকের গ্র্যাজুয়েট, তোমরা পুরো উদ্ভাবনীমূলক জ্ঞান ও আকাঙ্খার প্রজন্ম, তোমাদের অবশ্যই জ্ঞান ও মেধা দিয়ে মাতৃভূমির সেবা করতে হবে।

আবদুল হামিদ বলেন, সমাবর্তন হলো সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের একটি অংশ। সমাবর্তনের মাধ্যমে উচ্চ শিক্ষার মেধাবী ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়। আমি আশা করি এই সমাবর্তনে উপস্থিত গ্র্যাজুয়েট ও গবেষকরা সামাজিক, রাজনৈতিক অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করতে সক্ষম হবে।

তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এনএসইউ যে গবেষণা ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা খবুই প্রশংসনীয়। দেশের অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে এ ধরনের কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে পরামর্শ দেন তিনি।

সমাবর্তনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, এনএসইউ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এমএ কাশেম ও এনএসইউর ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। সমাবর্তন বক্তৃতা করেন রিতা আর কলওয়েল।

সমাবর্তনে মোট ২ হাজার ১৩০ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেয়া হয়। ভাল ফলাফল করায় ৯ জনকে দেয়া হয় স্বর্ণ পদক।

এনএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।