কুলিয়ারচরে যুবককে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুলিয়ারচর পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মৃণাল কান্তি দাস ওরফে সানি (২০)। তিনি দাসপাড়া এলাকার রনজিৎ কুমার দাসের ছেলে।
এলাকাবাসী জানায়, কুলিয়ারচর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সুব্রতের এর সঙ্গে মৃণাল কান্তি দাস সানির বিরোধ ছিল। রাতে সানি বাড়ি থেকে বের হয়ে কালী বাড়ির সামনের রাস্তায় গেলে সুব্রতের লোকজন অতর্কিত তার ওপর হামলা করে। পরে কুলিয়ারচর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোস্তাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে সানিকে হত্যা করা হয়েছে। তবে কারা হত্যা করেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত সানির মা মিহির বালা দাস বলেন, ‘গত পৌরসভা নির্বাচনে সুব্রতের পক্ষে কাজ না করায় আমার ছেলের ওপর সে ক্ষিপ্ত হয়। তার নেতৃত্বেই সন্ত্রাসীরা সানিকে কুপিয়ে হত্যা করেছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতকদের ধরতে পুলিশের অভিযান চলছে।
নূর মোহাম্মদ/বিএ