নারায়ণগঞ্জে অপহরণের ৩৯দিন পর শিশু উদ্ধার : আটক ৪


প্রকাশিত: ০৯:০১ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় লিয়ন (২) নামে এক শিশুকে অপহরণের ৩৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত এক নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকার দুর্গাপুর এলাকা হতে শিশুটিকে উদ্ধার করা হয়।

অপহরণকারীরা হলেন, রংপুরের কোতয়ালি থানার জানপুর এলাকার পারভীন ওরফে সোমা (২৮), তার স্বামী মজনু মিয়া (৩৬), কুমিল্লা সদর দক্ষিণের দুর্গাপুর এলাকার মৃত আকরাম আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও একই এলাকার মৃত
আলী আহম্মদের ছেল জামান (৫৫)।

narayangong
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই শাহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, কিশোরগঞ্জের বাজিতপুরের দাশাআটির দিলু মিয়া তার স্ত্রী বিলকিসসহ শিশু সন্তান নিয়ে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বস্তিতে বসবাস করে পাথর ভাঙার কাজ করতেন। আর আলীগঞ্জের একই বস্তিতে বসবাস করতো সোমা ও তার স্বামী। গত ১০ জানুয়ারি বিকেলে দিলু মিয়ার কর্মস্থল থেকে শিশু লিয়ানকে বাসায় নিয়ে আসার কথা বলে অপহরণ করেন তারা। রাতে বাসায় ফিরেন দিলু ও তার স্ত্রী। এসে দেখেন তাদের ঘরে শিশু লিয়ান নাই। একদিন পর সোমা ফোন করে দিলুর কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে মুক্তিপণের টাকা না পেয়ে সোমা ও তার স্বামী শিশুটিকে কুমিল্লায় আনোয়ার আর জামানের কাছে বিক্রি করে দেয়। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি দিলু মিয়া ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে একটি মোবাইলের সূত্র ধরে সোমা ও তার স্বামী মজনুকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে শুক্রবার সকালে কুমিল্লার সদর দক্ষিণের দুর্গাপুর এলাকা হতে শিশুটিকে উদ্ধার করে আনোয়ার ও জামানকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় উদ্ধারকৃত শিশুর বাবা দিলু মিয়া বাদী হয়ে শুক্রবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

শাহাদাত/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।