হবিগঞ্জে ৪ শিশু হত্যার ঘটনায় রুবেলের স্বীকারোক্তি

হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় আটক রুবেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকারের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। রুবেল বাহুবল উপজেলা সুন্দ্রাটিকি গ্রামের আব্দুল আলি বাঘালের ছেলে।
উল্লেখ্য, বাহুবল উপজেলা সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েতের বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন চার শিশুকে অপহরণ করে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে। বুধবার সকালে মাটি কাটতে গিয়ে এক ব্যক্তি হাত দেখতে পায়। এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
এখলাছুর রহমান খোকন/এআরএ/এবিএস