হবিগঞ্জে ৪ শিশু হত্যা : বাবা-ছেলে রিমান্ডে
হবিগঞ্জের বাহুবলে ৪ শিশু হত্যার ঘটনায় আটক আব্দুল আলী ও তার ছেলে জুয়েলের ১০দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি আব্দুর মোক্তাদীর হোসেন ১০ দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে আবেদন করলে আদালত শুনানি শেষে তাদের ১০দিন রিমান্ড মঞ্জুর করেন।
স্পেশাল পিপি আবুল মনসুর এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে পুলিশের পক্ষ থেকে ৪ জনকে আটকের কথা বলা হলেও গ্রেফতার দেখানো হয়েছে ২জনকে। আটক গ্রাম্য পঞ্চায়েত সদস্য হাবিবুর আরজু মিয়া ও আব্দুল আলীর অপর ছেলে রুবেল মিয়াকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে।
অপরদিকে নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। হত্যাকারীদের বিচারের দাবিতে আজ বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আদালত প্রাঙ্গণে।
উল্লেখ্য, বাহুবল উপজেলা সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েতের বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ৪ শিশুকে অপহরণ করে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে। বুধবার সকালে মাটি কাটতে গিয়ে এক ব্যক্তি হাত দেখতে পায়। এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর