হবিগঞ্জে ৪ শিক্ষার্থী হত্যা : খুনিদের ধরলেই পুরস্কার
হবিগঞ্জের বাহুবলে চার শিশুর হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তাকারীকে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান। বুধবার দুপুরে তিনি গ্রামবাসীর উদ্দেশ্যে এ কথা বলেন।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে বাহুবল উপজেলার সুন্দ্রাদীঘি গ্রামের পার্শ্ববর্তী বালুরচর থেকে চার শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যান মিজানুর রহমান। এ সময় তিনি হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তাকারীকে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন। তিনি বলেন, যে ব্যক্তি এ হত্যা সম্পর্কে সঠিক তথ্য বা হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তা করবে তাকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে। সেই সঙ্গে সহায়তাকারীর পরিচয় গোপন রাখা হবে।
এদিকে, নিহত মনির মিয়ার বাবা আবদাল মিয়া তালুকদার অভিযোগ করে বলেন, পঞ্চায়েতের নেতৃত্ব নিয়ে আব্দুল আলী বাঘাল মিয়ার সঙ্গে তাদের বিরোধ ছিল। কিছুদিন আগে এ নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটে। তারা ধারণা করছে, এ ঘটনার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি