একুশের ভাবগাম্ভীর্য বজায় রাখার আহ্বান ঢাবি উপাচার্যের
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
একুশের শিক্ষা ও চেতনা ধারণ করার আহ্বান জানিয়ে বিবৃতিতে উপাচার্য বলেন, ‘মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এবং আজিমপুর কবরস্থানে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের যাবতীয় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে থাকে। এ বছরও যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি উদযাপনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। দিবসটি সুষ্ঠুভাবে পালনের জন্য কেন্দ্রীয় সমন্বয় কমিটি বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর কবরস্থানে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপও প্রণীত হয়েছে। তা যথাযথভাবে অনুসরণ করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
এমএইচ/এনএফ/এমএস