কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, হাতেনাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২

রাজধানীর নিউ ইস্কাটনে ২০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ। তার নাম মো. সেলিম।

শুক্রবার (১৬ ডিসেম্বর) গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, কয়েকজন মাদক কারবারি নিউ ইস্কাটন রোডের বিক্রমপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সেলিমকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার সেলিম কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির জন্য ঢাকায় এনেছিলেন।

টিটি/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।