প্রভাতফেরিতে মানুষের ঢল


প্রকাশিত: ০২:৪৬ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

মুখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি.....’ কালজয়ী গান, হাতে ফুলের তোড়া ও ফুলের ডালা, পরনে বেদনার ছাপ থাকে এমন পাঞ্জাবি-শাড়ী কিংবা জামা, বুকে কালো ব্যাজ, মাথায় একুশের ফিতায় লাখো মানুষ। গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনার। অমর একুশে ফেব্রুয়ারির ভোরে এভাবে প্রভাতফেরিতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন তারা।

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এভাবে হাজির হন তারা।  ভোর সাড়ে ৬টায় পূবের সূর্য উঁকি দেয়ার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয় এ প্রভাতফেরি।

Martyrs-Day
অপরাজেয় বাংলার পাদদেশ থেকে প্রভাতফেরি করে আজিমপুর কবরস্থান হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Martyrs-Day
এরপর নানা শ্রেণি পেশার মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুলের পাশাপাশি ছিল রাজনৈতিক সংগঠনগুলো। ছোট ছোট শিশুদেরও এসময় পুষ্পস্তপক অর্পণ করতে দেখা যায়। ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনার।

এমএইচ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।