ইবতেদায়ী শিক্ষকদের অবস্থান কর্মসূচি দ্বাদশ দিনে
মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবিতে ১২তম দিনের মত অবস্থান ধর্মঘট পালন করে যাচ্ছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি।
জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে চলছে এ কর্মসূচি।
শিক্ষকরা অভিযোগ করেছেন, ১৯৯৪ সালের পরিপত্র অনুযায়ী বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ৫০০ টাকা ভাতাপ্রাপ্ত হতেন। পরবর্তীতে ধাপে ধাপে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা উন্নীত করে সরকার এবং ২০১৩ সালের ৯ জানুয়ারিতে ২৬ হাজার ১শ ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু ৬ হাজার ৮শ ৪৮টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে ১ হাজার ৫শ ১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা ২০১৩ সালে শিক্ষামন্ত্রী ৫০০ টাকা থেকে ১ হাজার টাকায় উন্নীত করেছেন। বাকি ৫ হাজার ৩শ ২৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা এখনও বিনা বেতনে মানবেতর জীবনযাপন করে শিক্ষাদান চালিয়ে যাচ্ছেন।
অবস্থানের দ্বাদশ দিন চললেও এখনো সরকারের তরফ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি বলেও জানান তারা। অভিযোগের সুরে এই শিক্ষকরা বলেন, এরইমধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের মহাসচিব মোখলেছুর রহমান।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম হিরন, শাহজাহান আলী, যুগ্ম মহাসচিব আবু মুসা ভূইয়া বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির মহাসচিব সাগর আহমেদ শাহীন প্রমুখ।
এএস/এনএফ/আরআইপি