নিউরোসায়েন্স হাসপাতালে দিনব্যাপী লাইভ সার্জারি
রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে রোববার দিনব্যাপী ক্যাডেভারিক কর্মশালা ও লাইভ সার্জারি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় যুক্তরাষ্ট্র, জার্মান, তুরষ্ক, ভারত ও জাপান থেকে আগত বিশেষজ্ঞ নিউরোসার্জনরা উপস্থিত থেকে ক্যাডেভারিক ওয়ার্কশপ পরিচালনা এবং ৯টি জটিল অপারেশন সম্পন্ন করেন।
বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, দেশের নিউরোসার্জনদের বিদেশে এ ধরনের প্রশিক্ষণ গ্রহণে প্রচুর অর্থ ব্যয় করতে হয় এবং অনেক ক্ষেত্রে তা সম্ভব হয়ে উঠে না। মাঝে মাঝে এ ধরনের কর্মশালা আয়োজন করা হলে নিউরোসার্জনগন দেশে বসেই এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন।
কর্মশালায় প্রতিষ্ঠানের সকল চিকিৎসকসহ সারা দেশের নিউরোসার্জনগণ অংশ নেয়। বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সাধারণ সম্পাদক ডা. মো. রাজিউল হক জানান, সাউথ এশিয়ান এসোসিয়েশন অব নিউরোসার্জনস ও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী (২২ থেকে ২৪ ফেব্রুয়ারী) ৬ষ্ঠ সাউথ এশিয়ান নিউরোসার্জিক্যাল কংগ্রেস ও ৮ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে প্রি কংগ্রেস ক্যাডেভারিক কর্মশালা গত ১৯-২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, রোববার সম্মন্ন হওয়া অপারেশনগুলোর মধ্যে পিটুইটারি, স্পাইনাল টিউমার, ব্রেইন টিউমার ও ভাসকুলার এনিওরিজম অন্যতম।
এমইউ/এএইচ/পিআর