মাতৃভাষা দিবসে শাবিপ্রবিতে লোগো বিতর্ক


প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে লোগোর ‘রঙ’ পরিবর্তন করে ছাপানোর অভিযোগ পাওয়া গেছে। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন পর্ষদের আমন্ত্রণপত্রে এবং সেমিনারে ব্যবহৃত ব্যানারে ভিন্ন রঙের লোগো ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর জানায়, বিশ্ববিদ্যালয়ের ব্যবহৃত লোগোর উপরের অংশে হলুদ ব্যাকগ্রাউন্ডে কালো কালিতে ‘‘শাহজালাল’’ লেখা হয়েছে যার সঙ্গে সবুজ রঙের দুটি চা পাতা রয়েছে। লোগোর নিচের অংশে ‘‘সিলেট’’ লেখাটি লাল রঙের।

কিন্তু আমন্ত্রণপত্রে ব্যবহৃত লোগোতে উপরের অংশে লালচে ব্যাকগ্রাউন্ডে সাদা কালিতে ‘‘শাহজালাল’’ লেখা হয়েছে। ব্যবহৃত চা পাতা দুটির রঙ ও কালো। নিচের অংশের সিলেট লেখাটি কালো রঙের।

অপরদিকে সেমিনারে ব্যবহৃত ব্যানারের লোগোতে ওই উপরের অংশের হলুদ ব্যকগ্রাউন্ডে লাল কালিতে ‘‘শাহজালাল’’ লেখা হয়েছে।Z

"
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম বলেন, লোগো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিচায়ক। একটা নিয়মের মাধ্যমেই লোগোটি তৈরি হয়েছে। এর কোনো কিছুই চাইলে পরিবর্তন করা যায় না।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপনের জন্য ৩১ সদস্যের একটি কমিটি করা হয়েছে যার সভাপতি সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদ। তিনি সভাপতির সঙ্গে যোগাযোগ করতে বলেন।

এ বিষয়ে অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদের সঙ্গে মুঠোফোনে অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আব্দুল্লাহ আল মনসুর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।