তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য
আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হিদায়াত এবং তাঁর দ্বীনের প্রচার ও প্রসারে অসংখ্য নবি-রাসুল প্রেরণ করেছেন। নবি-রাসুলগণ আল্লাহর বাণী মানুষের দ্বারে দ্বারে পৌছে দিয়েছেন। মানুষের দুনিয়ার জিন্দেগিতে জীবন-যাপনে দিয়েছেন সঠিক দিক-নির্দেশনা। মানুষের কল্যাণে আল্লাহর নিকট বিভিন্ন বিষয়ে আবেদন নিবেদন করেছেন। অন্তর থেকে মানুষের শুভ কামনা পোষণ করেছেন। গোনাহ থেকে বেঁচে থাকতে মানুষকেও দিয়েছেন বিভিন্ন উপদেশ। উপদেশমূলক একটি হাদিস এখানে তুলে ধরা হলো-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য। ১. আযাদী চুক্তিবদ্ধ গোলাম- যে তার রক্তমূল্য আদায় করতে চায়; ২. পবিত্রতার মানসে বিবাহ বন্ধনে আবদ্ধ ব্যক্তি; ৩. আল্লাহর পথের মুজাহিদ। (তিরমিজি, মিশকাত)
এ হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের জন্য তিনটি কল্যাণমূলক কর্তব্য কাজের কথা উল্লেখ করেছেন। যে ব্যক্তি রক্তমূল্য আদায় করে মুক্তি লাভ করতে চায়; পাশবিকতার উচ্ছৃঙ্খল থেকে নিজেকে হিফাজাত করতে বিবাহ বন্ধে আবদ্ধ হয়েছে এবং যে ব্যক্তি আল্লাহর বিধানগুলোকে পৃথিবীতে বাস্তবায়ন করতে বাতিলের সঙ্গে প্রাণন্তকর চেষ্টায় নিয়োজিত। এ সকল লোকদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা কর্তব্য হয়ে যায়।
সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ কাজগুলো বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/পিআর